শাহজালালে আসা চালানে বিস্ফোরক সন্দেহ

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা পণ্যের একটি চালানে বিস্ফোরক রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 12:52 PM
Updated : 26 August 2015, 12:52 PM

শুল্ক কর্মকর্তাতের সন্দেহ প্রকাশের পর পরীক্ষার জন্য ওই চালানটি র‌্যাবের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরের দিকে শুল্ক কর্মকর্তারা নিয়মিত কাজের অংশ হিসেবে কার্গো কমপ্লেক্সের বিভিন্ন মালামাল দেখাশোনা করছিল। একটি কনসাইনমেন্টে বিস্ফোরক রয়েছে সন্দেহ হলে তারা র‌্যাবকে বিষয়টি জানায়।”

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকুসুদল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুল্ক কর্মকর্তাদের দেওয়া খবর পেয়ে আমরা সেই কার্গো কমপ্লেক্সে ডগ স্কোয়াড নিয়ে উপস্থিত হই।

“যেই কনসাইনমেন্টে বিস্ফোরক রয়েছে বলে তারা সন্দেহ করছে, সেটি আমরা আমাদের নিজস্ব ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে আসি।”

“পরীক্ষার পর বলতে পারব, কোনো বিস্ফোরক রয়েছে কি না,” বলেন তিনি।