বেনাপোলে সীমান্তে ভারতীয় ফল আটক

যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আনার সময় প্রায় সাত লাখ টাকার ফল আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 12:48 PM
Updated : 26 August 2015, 12:48 PM

বুধবার সকালে গাতিপাড়া সীমান্ত থেকে ফলের এই চালানটি আটক করা হয় বলে জানান যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে বেনাপোলের গাতিপাড়া সীমান্তে অভিযান চালায় বিজিবির টহলদল।

চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ ভ্যান ফেলে পালিয়ে যায়।পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে দুই দশমিক নয় মেট্রিকটন বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়।

আটক ফলের মধ্যে আপেল,আঙ্গুর,বেদানা,নাশপাতি ও লেবু রয়েছে ।যেগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।