রংপুরের অপহৃত ব্যবসায়ী উদ্ধার

অপহরণের দুদিন পর এক ভুট্টা ব্যবসায়ীকে নীলফামারী থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী সন্দেহে আটক করা হয়েছে দুইজনকে ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 12:37 PM
Updated : 26 August 2015, 12:37 PM

বুধবার দুপুরে সদরের উত্তর চওড়া গ্রাম থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয় বলে জানান নীলফামারী থানার ওসি মো. শাহজাহান পাশা।

উদ্ধার রবিউল ইসলাম মশিউর (৩২ ) রংপুরের গঙ্গাচড়া উপজেলার মটুকপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এ ঘটনায় আটকরা হলেন, গঙ্গাচড়ার কুড়িবিশ্যা বাঁধের পাড়া গ্রামের আব্দুল আলমের ছেলে জিল্লুর রহমান (৩৫) ও একই গ্রামের প্রয়াত নওশাদ আলীর ছেলে আব্দুর রশিদ (৪০)।

ওসি শাহজাহান জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ২৪ অগাস্ট রংপুর থেকে ছোট ভগ্নিপতি গোলাম রব্বানীর সহয়তায় মশিউরকে অপহরণ করে নীলফামারীর চওড়াবড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া গ্রামের নিয়ে আসা হয়। এ সময় জিল্লুর ও আব্দুর রশিদ সেখানে উপস্থিত ছিলেন।

“ নীলফামারীতে আব্দুর রশিদের ভগ্নিপতি মনছুর আলীর মশিউরকে বাড়িতে আটকে রেখে  পরিবারের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা।”

এ ঘটনায় মশিউরের ছোট ভাই নজিউর রহমান বাদী হয়ে ২৫ অগাস্ট গঙ্গাচড়া থানায় তিন জনের বিরুদ্ধে একটি মামলা করেন বলে ওসি শাহজাহান জানান।

আইনী প্রক্রিয়া শেষে মশিউরসহ আটক দুই অপহরণকারীকে গঙ্গাচড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মশিউরের ছোটভাই নজিউর রহমান জানান, অপহরণের পর মোবাইলে জিল্লু, রশিদ ও রব্বানী প্রথমে চার লাখ টাকা মুক্তিপন দাবি করে। পরে বুধবার সকালে ভাইকে মুক্তি দেওয়ার জন্য তাদের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়।

মামলার প্রেক্ষিতে বুধবার দুপুরে মশিউরকে উদ্ধারে পুলিশ অভিযান চালায় বলেও জানান তিনি।