হজভিসা পেয়েছে ৮০ হাজার বাংলাদেশি

এবছর ৮০ হাজার বাংলাদেশিকে সৌদি আরব হজভিসা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির নতুন রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 11:55 AM
Updated : 26 August 2015, 11:55 AM

বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করে সামগ্রিক বিষয়ে তাদের অগ্রগতির কথা তুলে ধরেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে গত ২৬ জুলাই বাংলাদেশে আসেন আল মুতাইরি। পরে ১৯ অগাস্ট তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

এর আগে আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরি সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে সৌদি রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ সময় সৌদি রাষ্ট্রদূত সম্পর্ক এগিয়ে নিতে ঢাকার সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।