টেকনাফে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি, স্বর্ণের বার উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির পর ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 10:47 AM
Updated : 26 August 2015, 10:47 AM

বুধবার বেলা ১টার দিকে টেকনাফ শাহ পরীরদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের বদরমোকাম পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানান বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বিজিবি অধিনায়ক জাহিদ জানান, মিয়ানমার থেকে ট্রলারে করে ইয়াবার বড় একটি চালান আসছে এমন খবরে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেয়। এ সময় একটি ট্রলার উপকূলের কাছাকাছি আসলে বিজিবি সদস্যরা তা থামানোর নির্দেশ দেন।

“এ সময় চোরাকারবারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। আত্মরক্ষার্থে  বিজিবিও পাল্টা গুলি চালায়।”

এক পর্যায়ে চোরাকারবারিরা সাগরে ঝাঁপ দিয়ে আরেকটি ট্রলারের করে পালিয়ে গেলে ফেলে যাওয়া ট্রলারে তল্লাশি চালিয়ে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।