খুলনায় বাঘের চামড়া উদ্ধার, আটক ২

খুলনা সদরে বাঘের চামড়াসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, যাদের পাচারকারী বলে দাবি করছে র‌্যাব।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 10:20 AM
Updated : 26 August 2015, 10:20 AM

বুধবার বরিশাল নগরীর রূপাতলী সদর দপ্তরে র‌্যাব-৮ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

উপজেলার কাস্টম রোড পূর্ববানিয়া খামার লোহার গেইট এলাকা থেকে আটকরা হলেন- স্থানীয় আব্দুল জলিল গাজী (৫০) ও রাজধানীর উত্তরার আহালিয়া এলাকার মৃত হারেফ ফকিরের ছেলে আশরাফ ফকির (৩৮)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, বাঘের চামড়া পাচার হওয়ার গোপন তথ্য পেয়ে লোহার গেইট এলাকার আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।  

“সেখান থেকে ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিল গাজী ও আশরাফ ফকিরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ ফুট লম্বা একটি বাঘের চামড়া উদ্ধার হয়।”

চলতি মাসের শুরুর দিকে ছাব্বির হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে চামড়াটি সংগ্রহ করেছেন বলে আব্দুল জলিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বলেন র‌্যাব কর্মকর্তা।

এ বছর মে মাসের দিকে বাঘটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান মেজর আদনান।