মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ১০ জেলে

বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসক্ষেত্র এলাকায় মঙ্গলবার অপহৃত জেলেদের মধ্যে ১০ জন ছাড়া পেয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 07:36 PM
Updated : 26 August 2015, 08:20 AM

তাদের মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে আনা হয়েছে বলে জাহাজমারা ফিসিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এফবি মা জননী ট্রলারের মালিক নবীন উদ্দিন জানিয়েছেন।

এরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের নূর উদ্দিন (৩০), মফিজুর রহমান (৪০), শরীফ (৩০), বাহার (৩৫), আক্তার হোসেন (৪০), রাশেদ (৪০), তৌফিক (৩৫), আফসার উদ্দিন (৩০), বাহার উদ্দিন (৪৫) ও আজহার (৩৭)।

নবীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে তার ট্রলারটিরসহ আরও কয়েকটি ট্রলারের ১৮ জেলেকে অপহরণ করে জলদস্যুরা।

“দুপুরে কুতুবদিয়া চ্যনেলের কালু ডাকাত পরিচয়ে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাদের দেওয়া বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠানোর পর ১০ জেলেকে ছেড়ে দেয় জলদস্যুরা।”

অপহৃত আরও আট জেলের খোঁজ এখনও মেলেনি বলে জানান নবীন।

এ বিষয়ে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তানভীর জানান, ১৮ জেলেকে অপহরণ ও ডাকাতির খবর পেয়ে তারা টহলে নেমেছিলেন। কিন্তু জলদস্যুরা মহেশখালীর দিকে সরে পড়ে।

কোস্টগার্ডের একটি দল চট্টগ্রামের মহেশখালী এলাকায় জলদস্যুদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে বলে জানান তিনি।