হজ নিয়ে প্রতারণায় রাজধানীতে দুজন গ্রেপ্তার

হজে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 07:08 PM
Updated : 26 August 2015, 08:21 AM

এরা হলেন- ওয়াহিদুল (৪৬) ও রেজাউল করিম (২৮)। দুজনই ট্রাভেল এজেন্সির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তাদের এজেন্সিগুলোর হজে লোক পাঠানোর অনুমতি ছিল না।

সোমবার হজক্যাম্পের পাশের একটি হোটেলে অভিযান চালিয়ে ৪৪৫টি পাসপোর্টসহ ওই দুজনসহ চারজনকে আটক করা হয় বলে বিমানবন্দর থানার ওসি কামাল উদ্দিন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই হোটেলের একটি কক্ষে কয়েকজন প্রতারক অবস্থান করে সাধারণ মানুষের কাছ থেকে হজে পাঠানোর নাম করে পাসপোর্ট ও টাকা নিচ্ছে বলে খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।”

সেখান থেকে চার জনকে আটক এবং তাদের কাছ থেকে ৪৪৫টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মঙ্গলবার সারাদিন খোঁজ নিয়ে ওই পাসপোর্টগুলোর মধ্যে মদিনা ট্রাভেলস নামে একটি এজেন্সির পক্ষে ১৩২টি পাসপোর্ট থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

মদিনা ট্রাভেলসের হজে লোক পাঠানোর অনুমতি থাকায় ওই ট্রাভেল এজেন্সির দুজনকে ছেড়ে দিয়ে ওয়াহিদুল ও রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

যে হোটেলে অভিযান চালানো হয় সেটি দক্ষিণখান থানায় হওয়ায় এ ব্যাপারে মঙ্গলবার রাতে ওই থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলায় দুইজনকে গ্রেপ্তার এবং তিনজনকে পলাতক দেখানো হয়েছে বলে ওসি কামাল উদ্দিন জানান।