পিআইবির নতুন চেয়ারম্যান গোলাম সারওয়ার

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2015, 03:28 PM
Updated : 18 August 2015, 03:35 PM

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বাংলাদেশের সংবাদপত্র জগতে পরিচিত নাম গোলাম সারওয়ার একুশে পদকেও ভূষিত।

গোলাম সারওয়ার (ফাইল ছবি)

১৯৪৩ সালে বরিশালে জন্ম নেওয়া গোলাম সারওয়ার ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

১৯৬৩ সালে সাংবাদিকতা শুরুর পর প্রায় দুই দশক তিনি ইত্তেফাকের বার্তা সম্পাদক ছিলেন।

১৯৯৯ সালে দৈনিক যুগান্তর প্রকাশিত হয় গোলাম সারওয়ারের সম্পাদনায়। ২০০৫ সালে প্রকাশিত দৈনিক সমকালেরও প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি।

এর আগে পিআইবি চেয়ারম্যান ছিলেন সাংবাদিক ও কলামনিস্ট হাবিবুর রহমান মিলন। গত ১৪ জুন তিনি মারা যাওয়ার পর থেকে ওই পদ খালি ছিল।

একুশে পদকপ্রাপ্ত হাবিবুর দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক ছিলেন। আশি ও নব্বইয়ের দশকে সন্ধানী ছদ্মনামে ইত্তেফাকে তার নিয়মিত কলাম ‘ঘরে-বাইরে’ ছিল পাঠকপ্রিয়।