বেনাপোলে ৬ টন ‘ভারতীয়’ জিরা জব্দ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে আনা ছয় মেট্রিক টন জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2015, 06:58 AM
Updated : 14 August 2015, 06:58 AM

তবে, ওই সময় কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শার্শার উলাশী বাজারে এ অভিযান চালানো হয় বলে জানান খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আব্দুর রহিম।

শুক্রবার সকালে জব্দকৃত মসলাগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজিবি কর্মকর্তা রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতীয় জিরার একটি বড় চালান দেশে প্রবেশের খবর পেয়ে বিজিবির টহল দল অভিযানে যায়।

“ওই সময় চোরাচালানীরা জিরার বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখানে পাঁচ হাজার ৯৭০ কেজি জিরা পাওয়া যায়।”

ভারত থেকে আনা ওই জিরার বাজার মূল্য ৩৫ লাখ টাকা বলে জানান তিনি।