১৫ অগাস্ট গার্মেন্টস বন্ধ রাখার দাবি

জাতীয় শোক দিবসে দেশের সব গার্মেন্ট বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 12:16 PM
Updated : 5 August 2015, 12:16 PM

বুধবার রাজধানীর পুরানা পল্টনের কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম রনি এ দাবি জানান।

তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে ১৫ অগাস্ট দেশের সব কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে।

জাতীয় শোক দিবসে সরকারি অফিস ও আদালত বন্ধ থাকলেও অনেক গার্মেন্ট কারখানায় কাজ চলে।

১৫ অগাস্টকে সামনে রেখে তিনটি কর্মসূচিও দিয়েছে সংগঠনটি।

এরমধ্যে রয়েছে- সংগঠনের পক্ষ থেকে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ২টায় সংগঠন কার্যালয়ে দোয়া মাহফিল ও বিকেল ৪টায় আশুলিয়ায় সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা।