চবির শাটল ট্রেনে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটলেও এতে কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 12:05 PM
Updated : 5 August 2015, 12:05 PM

বুধবার দুপুরে নগরীর ষোলশহর স্টেশনে ক্যাম্পাস ছেড়ে আসা ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ক্যাম্পাস থেকে বেলা দেড়টার ছেড়ে আসা ট্রেনটি সোয়া ২টার দিকে ষোলশহর স্টেশনে পৌঁছে।

ষোলশহরের স্টেশন মাস্টার মো. শাহাবউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি

বটতলী স্টেশনের পথে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

লোকো মাস্টার (চালক) ও সহকারী লোকো মাস্টার আগুন দেখেই নেমে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি গিয়ে আগুন নেভায়।

আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি রেলওয়ে কর্তৃপক্ষ নিরূপণ করবে।

স্টেশন মাস্টার শাহাবউদ্দিন জানান, পাহাড়তলী থেকে একটি ইঞ্জিন গিয়ে শাটল ট্রেনটি বটতলী স্টেশনে নেওয়া হচ্ছে।