তুরস্কের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশের বস্ত্র, তৈরি পোশাক ও পাটজাত শিল্পে তুরস্কের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 10:13 AM
Updated : 5 August 2015, 10:22 AM

বুধবার তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা সরাসরি ও অংশীদারের ভিত্তিতে তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের কথা বলেন।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও প্রতিরক্ষা সহায়তার বিষয়েও আলোচনা হয়।  

টার্কিশ ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির আওতায় বাংলাদেশের কারিগরি ও কর্মমুখী শিক্ষা এবং স্বাস্থ্যখাতে সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশ তার নেতৃত্বে আরো এগিয়ে যাবে।

প্রেস সচিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত জানান, তার জন্ম ১৯৬৯ সালের ২৩ জানুয়ারি, যেদিন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এসময় উপস্থিত ছিলেন।