ভারতে আটক ১৬ বাংলাদেশি ফেরত এসেছে

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৬ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 07:07 AM
Updated : 5 August 2015, 07:07 AM

মঙ্গলবার রাতে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় বলে বিজিবি জানিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতরা সোমবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত যায় এবং ওপারে বিএসএফের হাতে ধরা পড়ে।

“পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে তাদের ফেরত দেয় বিএসএফ।”

ওই রাতেই তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয় বলে তিনি জানান।

ফেরত এসেছেন দিনাজপুরের বিরল উপজেলার নারাবারি গ্রামের মেহেদী হাসান (১৫), আনারুল ইসলাম (১৫), আলমগীর ইসলাম (১৯), জিল্লুর রহমান (১৬), সাদ্দাম হোসেন (২২), হাফিজুল ইসলাম (৩৫), পলাশ চন্দ্র রায় (২০), উজ্জ্বল হাসান (২৩), সেতাবগঞ্জ উপজেলার সুজান চন্দ্র রায় (১৯), রতন দাশ (১৮), ওবায়দুল ইসলাম (১৫), উকিল চন্দ্র (২৮), বাদশা আলম (২৫), আব্দুল মালেক (১৮) ও স্বপন রায় (৪০)।

মেহেদী হাসান ও আলমগীর জানান, দালালেরা ভারতের দিল্লীতে চাকরি দেওয়ার কথা বলে হিলি সীমান্ত দিয়ে তাদের ভারত পাঠালে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।