জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রাতের বেলা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন, যাকে বিকেলের দিকে গ্রেপ্তার করা হয়েছিল।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 04:06 AM
Updated : 5 August 2015, 01:58 PM

পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, মঙ্গলবার রাতে বাগজানা চম্পাতলী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, গুলিবিদ্ধ সজল হোসেন একজন মাদক বিক্রেতা এবং থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

তার বিরুদ্ধে জয়পুরহাট সদর, পাঁচবিবিসহ বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা রয়েছে বলে ওসি মোস্তফা জানান।

মঙ্গলবার বিকালে উপজেলার রাধানগর এলাকা থেকে সজল ও প্রিন্স নামের আরেক মাদকবিক্রেতাকে ২৫টি ইয়াবাসহ আটক করে পুলিশ। তাদের দুজনের বাড়িই জেলা শহরের বিশ্বাসপাড়া এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “বিকেলে আটক সজলকে নিয়ে রাতে মাদক উদ্ধারে অভিযানে যায় পুলিশ। পথে ওই এলাকায় সজলের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় সজল গুলিবিদ্ধ হয়।”

প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হলেও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, হাসুয়াসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।