সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে বনদস্যু’ নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যাকে বনদস্যু বলে দাবি করছে র‌্যাব।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 04:14 PM
Updated : 4 August 2015, 04:14 PM

মঙ্গলবার সন্ধ্যায় খুলনার কয়রা উপজেলার পশ্চিম সুন্দরবনের আলকি এলাকায় ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

নিহত ফরহাদ জলদস্যু ইলিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৬ এর মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ‘বন্দুকযুদ্ধে’ ফরহাদের মৃত্যু হয়েছে।

“২০ থেকে ২৫ বছর বয়সী ফরহাদ জলদস্যু ইলিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।”

এ ঘটনায় কয়েকজন আহত হলেও তাদের নাম জানা যায়নি বলে জানান তিনি।

তিনি আরও জানান, বনদস্যুদের গুলিতে র‌্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি নাইন এম এম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, দুইটি এলজি এবং ১৩ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।