বঙ্গোপসাগরে আটক ৪১ জেলে কারাগারে

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক জেলের মধ্যে ৪১ জনকে  কারাগারে পাঠিয়েছে আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 04:11 PM
Updated : 4 August 2015, 04:11 PM

মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানিয়েছেন আদালত পুলিশের উপ পরিদর্শক রাজু আহমেদ।

এছাড়া শারীরিক অসুস্থতার কারণে আরেক জেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মংলা থানার ওসি মো. বেলায়েত হোসেন  জানান, সোমবার ভোরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তিনটি মাছ ধরার ট্রলারসহ ৪২ ভারতীয় জেলেকে আটক করে নৌ বাহিনী।

সমুদ্রে নিয়মিত টহলের সময় সুন্দরবন উপকূল সংলগ্ন ফেয়ারওয়ে বয়ার কাছে তিনটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখে নৌ বাহিনী। এ সময় নৌ বাহিনীর সদস্যরা তাদের ট্রলারসহ গ্রেপ্তার করে মংলা থানায় হস্তান্তর করে।

আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণচব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায় বলে জানান ওসি।