বিলে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু রাবি ছাত্রের

নাটোর সদরের হালতি বিলে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। ওই সময় আহত হন এক ছাত্রীসহ দুই জন।

নাটোর প্রতিনিধিরাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 02:22 PM
Updated : 4 August 2015, 02:22 PM

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান।

মৃত জাহিদ হাসান (২১) পাবনার সাঁথিয়া উপজেলার ধূলাউড়া গ্রামের হাজী আমিন উদ্দিনের ছেলে।

আহতরা হলেন বৈশাখী আকতার (২১) ও আলিফ জাহান রিপন (২১)।

ওসি জানান, আহতদের নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রিপন ৩৯ নম্বর ওয়ার্ডে এবং বৈশাখী ৪০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে তিনি জানান।

ওসি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্র-ছাত্রী হালতি বিলে বেড়াতে আসেন। এ সময় সেখানে ছিঁড়ে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে তিন ছাত্র-ছাত্রী আহত হন। 

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জাহিদের মৃত্যু হয় বলে জানান ওসি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষ জাহিদের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করেছে।

বিকালেই হাসপাতাল থেকে তারা লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা করেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে রিপনের অবস্থা আশাঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।