‘তিনচাকা’ নিষিদ্ধের প্রতিবাদ চট্টগ্রামে

মহাসড়কে ‘তিনচাকা’ নিষিদ্ধের প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালক-মালিকরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 12:18 PM
Updated : 4 August 2015, 12:50 PM

মঙ্গলবার চট্টগ্রামের পটিয়া ক্রসিং, সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকাসহ বিভিন্ন স্থানে একই ধরনের সমাবেশ হয়েছে।

বেলা ১০টায় পটিয়া ক্রসিং এলাকায় মানববন্ধন ও সমাবেশে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে চালক-শ্রমিকদের যোগ দিতে দেখা যায়।

দুর্ঘটনা রোধে ১ অগাস্ট থেকে মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করে সড়ক ও সেতু মন্ত্রণালয়।

মহাসড়কে ‘তিনচাকা’ নিষিদ্ধের প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে অটোরিকশা চালক-মালিকরা বিক্ষোভ করে

পটিয়া ক্রসিংয়ে সমাবেশ চলাকালে আনোয়ারা, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলা থেকে যাত্রী নিয়ে শহরে আসা অটোরিকশা চলাচলেও সমাবেশকারীদের বাধা দিতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে বিকল্প কোন ব্যবস্থা না করে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় এই পেশার সঙ্গে জড়িতরা বেকার হয়ে পড়েছে।

এ সময় বিকল্প ব্যবস্থার পাশাপাশি মহাসড়কে অটোরিকশার জন্য আলাদা লাইন চালুরও দাবি জানান বক্তারা।

এদিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাট বাজারেও মানববন্ধন হয়েছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহামদ মজুমদার জানান, বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের পাশে মানববন্ধন ও সমাবেশ করলেও কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি।

মানববন্ধন-সমাবেশ করে মিছিল শেষে তারা চলে যায় বলে জানান রফিক আহমেদ।