আবর্জনা ফেলে নালা ভরাটে চট্টগ্রামে ৮ ব্যবসায়ীকে জরিমানা

আবর্জনা ফেলে নালা ভরাট করায় চট্টগ্রাম নগরীর আট ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 12:09 PM
Updated : 4 August 2015, 12:09 PM

এই ব্যবসায়ীরা হলেন- জয়নাল আবেদীন কাদেরী, আহমদ হোসেন, আবু হোসেন, জাহাঙ্গীর আলম, ইমন নন্দী, ওসমান সিদ্দিকী, আজগর হোসেন ও মইনুদ্দিন সরকার। এরা সবাই টেরিবাজারের কে বি আমান আলী টাওয়ারের ব্যবসায়ী।

সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন মঙ্গলবার তাদের জরিমানা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোকানের পেছনের নালাটি আবর্জনা ফেলে ভরাট করায় ওই ব্যবসায়ীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

বর্ষায় নালা-নর্দমা আবর্জনামুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।