গেজেট প্রকাশের দাবি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের একাংশের

গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন ‘ডি’ ক্যাটাগরিভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 12:04 PM
Updated : 4 August 2015, 12:52 PM

প্রায় তিনশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ দাবিতে মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিচে বিক্ষোভ করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মো. সুজাত আলী জানান, ২০১৩ সালে আগের ছয়টি ক্যাটাগরি বিলুপ্ত করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এ, বি, সি, ডি- চার ক্যাটাগরিতে ফেলে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এর মধ্যে তিনটি ক্যাটাগরির গেজেট হলেও ‘ডি’ ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গেজেট এখনও প্রকাশ হয়নি। এতে এই ক্যাটাগরির দুই হাজার ৪০২ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিভিন্ন সুবিধা বঞ্চিত হচ্ছেন।

গেজেট প্রকাশের দাবিতে মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিচে বিক্ষোভ করেন কয়েকশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মন্ত্রণালয়ে একটি তালিকা পাঠাবে।

“তারা তালিকা পাঠালেই আমরা গেজেট প্রকাশ করব।”

তিনি বলেন, “আমি যতদূর জানি এ বিষয়ে দুই দিন আগেও মিটিং হয়েছে। ওই তালিকা যাচাই-বাছাইয়ের পর জামুকা অতি শিগগিরই একটি তালিকা পাঠাবে মন্ত্রণালয়ে।”

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বলেন, ‘ডি’ ক্যাটাগরিতে ভাতা হিসেবে বর্তমানে নয় হাজার সাতশ টাকা পাচ্ছেন তিনি। গেজেট হলে কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধার আওতায় আসবেন, যাতে আরও প্রায় ছয়/সাত হাজার টাকা আসবে।