রংপুরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

রংপুরে মাদক মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 11:09 AM
Updated : 4 August 2015, 11:10 AM

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর সদরের আলমনগর খামার এলাকার নুরুজ্জামান মিয়া (৫২) ও তার স্ত্রী রোখসানা পারভীন ওরফে ডিসকো ভাবি।

রায়ের সময় নুরুজ্জামান আদালতে হাজির থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক জানিয়েছেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক ব্যবসায়ী ওই দম্পতিকে ২০১০ সালের ২ সেপ্টেম্বর হেরোইনসহ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই পুলিশ বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করে। ২০১৩ সালের ৩১ অক্টোবর চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপরিদর্শক (এসআই) মোক্তারুল আলম।

পরে রোখসানা পারভীন ওরফে ডিসকো ভাবি জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান বলে জানান পিপি আব্দুল মালেক।