ফেনীতে অটোরিকশা চালকদের সংঘর্ষে মামলা

ফেনীতে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনায় চারশ জনকে আসামি করে মামলা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 10:54 AM
Updated : 4 August 2015, 10:54 AM

সোমবার রাতে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেগরাই প্রু মারমা বাদী হয়ে মামলাটি করেন।

তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, গত ২ অগাস্ট সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় অবরোধ তুলে দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। অটোরিকশা চালকরা ১০/১২টি গাড়ি ভাংচুর করে মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। সংঘর্ষেয় তিন পুলিশ আহত হয়।

এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা ও ভাংচুরের অভিযোগে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে এসআই রেগরাই প্রু ফেনী মডেল থানায় মামলা করেন বলে জানান তিনি।