গাইবান্ধায় বাসচাপায় আহত ৩ পথচারীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় আহত তিন পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 06:29 AM
Updated : 4 August 2015, 06:29 AM

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এনামুল হক প্রধান জানান, সোমবার রাতে আহত অবস্থায় তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ নেওয়ার পর মঙ্গলবার ভোরের দিকে তাদের মৃত্যু হয়।

এরা হলেন- গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের খোকা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪০) ও তার স্ত্রী তারা বেগম (২৮) এবং একই গ্রামের আলিম মিয়া (৪০)।

সোমবার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা-মাস্তা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তারা।

ওই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ বাসযাত্রী আহত হন, যারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন বলে জানান ওসি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রংপুর থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস রাতে ঢাকা যাচ্ছিল। একই পরিবহনের আরেকটি বাস দিনাজপুর থেকে যাচ্ছিল সিলেটে। আর তিন পথচারী ফাঁসিতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

“সিলেটগামী বাসটির চালক ঢাকার বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে উল্টে যায় এবং তিন পথচারীসহ বাসের যাত্রীরা আহত হন।”

বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে বলে জানান ওসি।