থানা থেকে মোটর সাইকেল চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

কক্সবাজারে পুলিশের অভিযানে জব্দ করা একটি অবৈধ মোটর সাইকেল টেকনাফ থানার ভিতরের এলাকা থেকে চুরি করার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 05:39 PM
Updated : 3 August 2015, 05:39 PM

সোমবার সকাল সাড়ে ১১টায় থানা প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান টেকনাফ থানার এসআই আবু তাহের।

গ্রেপ্তার মোক্তার হোসেন (২৮) টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার হাজী মমতাজ আহমদের ছেলে।

এসআই তাহের জানান, রোববার রাত ১১টার দিকে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় অভিযান চালায়। এসময় বৈধ কাগজ না থাকায় একটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

“সোমবার সকালে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টাকালে মোক্তারকে আটক করা হয়।”

ওই সময় থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে তিনি থানায় ডিউটিতে থাকা অবস্থায় টেকনাফ পৌর যুবলীগের সভাপতি মঞ্জুরুল করিম সোহাগ, গোদার বিল এলাকার মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ইসহাক ও মোহাম্মদ মোস্তাক থানায় এসেছিলেন।

তারা মোটর সাইকেলটি ছেড়ে দেওয়ার দাবি জানালেও বৈধ কাগজ-পত্র না থাকায় তা সম্ভব নয় বলে তাদের জানিয়ে দেন এসআই আমিনুল।

“এ সময় কৌশলে তাদের সঙ্গে আসা অন্যরা মোটর সাইকেলটি থানা থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা দেখতে পেয়ে ধাওয়া করলে মোটর সাইকেলটি ফেলে তারা পালিয়ে যায়, তখন মোক্তারকে আটক করা হয়,” বলেন তিনি।