শিশুকে বাঁচাতে ট্রেনের নিচে জীবন দিলেন যুবক

রাজধানীর বনানী এলাকায় এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এক যুবক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 05:03 PM
Updated : 3 August 2015, 07:03 PM

নিহতের নাম মো. সুমন (৩৫)। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে বলে জানিয়েছে পুলিশ। তিনি কড়াইল বস্তিতে থাকতেন এবং একটি পোশাক কারখানায় কাজ করতেন।

সোমবার বিকালে বনানী সৈনিক ক্লাবের কাছে এই ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কমলাপুর রেলওয়ে থানার এসআই মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ট্রেন ঢাকার দিকে আসছিল। এসময় রেললাইনের ওপর সাত-আট বছরের এক শিশু খেলছিল।

এই রকম একটি ট্রেনের নিচে পড়ার হাত থেকে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন সুমন (ফাইল ছবি)

“শিশুটি ট্রেনের ধাক্কা খাওয়ার পূর্ব মুহূর্তে সুমন শিশুটিকে রেললাইন থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও নিজে ট্রেনের নিচে পড়েন। সুমনের দুই পায়ের গোড়ালি কাটা পড়ে এবং তিনি মাথায়ও আঘাত পান।”

সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সুমনকে বাঁচানো যায়নি বলে এসআই রফিকুল জানান।

বেঁচে যাওয়া শিশুটির পরিচয় জানা যায়নি।