আইএস সংশ্লিষ্টতায় আটক ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকায় আটক ব্রিটিশ বাংলাদেশি একজনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 04:52 PM
Updated : 3 August 2015, 04:53 PM

যুক্তরাজ্যের নাগরিক সামিউন রহমান ইবনে হামদানসহ তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার আদালতে এই অভিযোগপত্র দেওয়া হয়েছে।

অন্য দুই আসামি হলেন- হাই কোর্টের সাবেক এক বিচারপতির ছেলে আসিফ আদনান এবং সাবেক এক যুগ্ম সচিবের ছেলে ফজলে এলাহী তানজিল।

গত ২৩ জুলাই পুলিশের দেওয়া এই অভিযোগপত্র সোমবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক সই করে মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে ওই আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক  মাহমুদুর রহমান।

এখন মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে এই মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে।

পুলিশ কর্মকর্তা মাহমুদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫ জনের সঠিক নাম-ঠিকানা পাওয়া যায়নি বলে উল্লেখ করে তাদের অব্যাহতির সুপারিশ অভিযোগপত্রে করেছেন তদন্ত কর্মকর্তা।

তারা হলেন- জুলকারনাইন, মো. জাবের, আবু নায়না, আব্দুল করিম ও আবদুল্লাহ।

তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আসলাম শেখ অভিযোগপত্রে বলেছেন, ভবিষ্যতে এদের নাম-ঠিকানা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।

গত বছরের ২৮ সেপ্টেম্বর কমলাপুর রেল স্টেশন থেকে হামদানকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

তার আগে ২৪ সেপ্টেম্বর আসিফ আদনানকে সেগুনবাগিচার বাসা থেকে এবং ফজলে এলাহীকে ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত আদনানকে জামিন দিয়েছে হাই কোর্ট।

পুলিশ কর্মকর্তা মাহমুদুর বলেন, সোমবার মহানগর হাকিম আমিনুল হকের কাছে আত্মসমর্পণ করে জামিনের  মেয়াদ আগামী ধার্য তারিখ পর্যন্ত বাড়িয়ে নেন আদনান।

হামদানকে গ্রেপ্তারের পর পুলিশ বলেছিল, ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সিরিয়ায় নুসরা ব্রিগেডে সদস্য হয়ে কথিত জিহাদে অংশ নেন তিনি।

হামদান একাধিক বার মরক্কো, মৌরিতানিয়া ও তুরস্ক হয়ে সিরিয়া যান বলে মামলায় বলা হয়েছে।

আসিফ ও ফজল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। 

অভিযোগপত্রে বলা হয়েছে, জেএমবি ও আনসারুল্লাহ বাংলাটিমসহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে শক্তিশালী করে আল কায়েদার আদলে শরিয়াহভিত্তিক ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করছিলেন এই তিন আসামি।