বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সড়ক মেরামত শুরু হচ্ছে

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শহরের ১৬২ কিলোমিটার সড়ক কার্পেটিংয়ে নামছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 04:07 PM
Updated : 3 August 2015, 04:07 PM

মঙ্গলবার থেকে সড়কগুলোর সংস্কারসহ কার্পেটিংয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইয়াকুব নবী।

তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দফা বৃষ্টিতে বিটুমিন, কংক্রিট, ইট ও কাঁচা রাস্তা মিলিয়ে মোট ১৬২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

“সড়ক মেরামতের রুটিন কাজ চলছে। মঙ্গলবার থেকে ক্ষতিগ্রস্ত সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু করব আমরা।”

আবহাওয়া অনুকূলে থাকলে আগামী এক মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত সব সড়ক মেরামত করা যাবে বলে জানান প্রকৌশলী।

সিসিসির ছয়টি বিভাগের অধীনে নগরীর প্রধান সড়কগুলোসহ অলিগলি মিলিয়ে মোট ৯৩৫ কিলোমিটার সড়ক রয়েছে। তার মধ্যে বিটুমিন আছে এমন সড়ক রয়েছে ৫৬০ কিলোমিটার, কংক্রিটের সড়ক আছে ২২২ কিলোমিটার।

এছাড়াও ইটের সড়ক ৭৯ কিলোমিটার ও কাঁচা সড়ক আছে মোট ৭৫ কিলোমিটার।

বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের ১৯ কিলোমিটারের মধ্যে ১১ কিলোমিটার সড়কই খানাখন্দে ভরে গেছে।  

এছাড়াও আগ্রাবাদ এক্সেস সড়ক, পোর্ট কানেক্টিং সড়ক, জাকির হোসেন সড়ক, সিডিএ এভিনিউ সড়ক, নবাব সিরাজ-উদ-দৌলা সড়ক, ও আর নিজাম সড়ক, শেখ মুজিব সড়ক, স্ট্যান্ড সড়ক, হালিশহর সড়ক, সদরঘাট সড়ক, নছুমালুম সড়ক, চট্টেশ্বরি সড়ক, কাতালগঞ্জ সড়ক, খাতুনগঞ্জ সড়ক, শুটকি পল্লী সড়ক, আছাদগঞ্জ সড়কও বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে, বৃষ্টির পানিতে ডুবে যায় এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কে জাইকার অর্থায়নে আরসিসি ঢালাইয়ের প্রকল্প প্রস্তাব অনেকদিন ধরে ঝুলে আছে।

ওই প্রকল্পের দায়িত্বে থাকা সিসিসির নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মনিরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর আগ্রাবাদ এক্সেস সড়ক, পোর্ট কানেক্টিং সড়ক, এয়ারপোর্ট সড়ক ও মেরিনার্স সড়ক জাইকার অর্থায়নে আরসিসি সড়ক হবে।

এরমধ্যে মেরিনার্স সড়কের সাতটি কালভার্ট ও বিমানবন্দর সড়কের পাঁচটি ব্রিজ নির্মাণের টেন্ডার হয়ে গেছে বলেও জানান তিনি।

“আগামী ৬ অগাস্ট জাইকা, সিটি করপোরেশন ও অন্যান্য স্টেইকহোল্ডার নিয়ে একটা বৈঠক হবে। সেখানে জাকির হোসেন সড়ক কি কার্পেটিং হবে নাকি আরসিসি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

গত ২৮ জুলাই ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য ১১২ কোটি টাকার জরুরি বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল সিসিসি।