রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাই মামলা

ছিনতাইয়ের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 01:39 PM
Updated : 3 August 2015, 01:45 PM

মতিহার থানার ওসি হুমায়ূন কবির জানান, সোমবার দুপুরে নগরীর মতিহার থানায় মামলাটি দায়ের করেন ছিনতাইয়ের শিকার সুমন রেজা।

অভিযুক্ত কাউছার আহমেদ কৌশিক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

ওসি হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় কাউছার আহমেদ কৌশিককে প্রধান আসামি করে অজ্ঞাত পরিচয় আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই শিক্ষার্থী।

সুমন রেজা ম্যাটেরিয়্যালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি রোববার রাত সাড়ে ৮টার দিকে মুন্নজান হলের সামনে বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম। এ সময় কাউছারসহ চার যুবক আমার কাছ থেকে পাঁচ হাজার টাকাসহ মানিব্যাগ, মোবাইল ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছিনিয়ে নেয়। পরে মারধরও করে তারা।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে কাউছার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ ঘটনায় জড়িত নই। আমি এর কিছুই জানি না।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে কৌশিক জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।