গাজীপুরে চাচা-ভাতিজা নিহত, পুলিশসহ আহত ৬

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত এবং চার পুলিশসহ ছয় জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 01:39 PM
Updated : 3 August 2015, 03:35 PM

সোমবার কালিয়াকৈর উপজেলা ও টঙ্গীর চেরেগালী এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশীনগরের মো. জৈন উদ্দিনের ছেলে মো. জামাল উদ্দিন (৩৫) ও তার ভাতিজা খাইরুল ইসলাম (১২)।

আহতরা হলেন- জামালের ভাই সাইদুর রহমান (২৮), টঙ্গী থানার এসআই মনিরুজ্জামান, কনস্টেবল শহিদুজ্জামান, মজিবুর রহমান ও নূর মোহাম্মদ এবং অজ্ঞাত পরিচয় এক লেগুনা চালক।

কোনাবাড়িস্থ সালনা মহাসড়ক থানার ওসি মো. দাউদ খান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়।

এতে কারের তিন যাত্রী আহত হন বলে তিনি জানান।

“কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জামাল ও খাইরুলকে চিকিৎসক মো. মাহবুবুল ইসলাম মৃত ঘোষণা করেন।”

অপর আহত সাইদুর ওই হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

অপরদিকে টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় পুলিশ বহনকারী একটি লেগুনা লেন পরিবর্তন করে ইউটার্ন নেওয়ার সময় গাজীপুরগামী ঢাকা পরিবহনের একটির বাসের সঙ্গে সংঘর্ষ হয়। 

“এতে টঙ্গী থানার চার পুলিশসহ পাঁচ জন আহত হয়।”

আহত কনস্টেবল শহিদুজ্জামান ও লেগুনা চালককে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।

দুর্ঘটনাকবলিত লেগুনা, কার, ট্রাক ও বাসটি আটক করা হয়েছে বলে তিনি জানান।