রংপুর সিটির এক কাউন্সিলর বরখাস্ত

এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মোখলেছুর রহমান তরুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 01:09 PM
Updated : 3 August 2015, 02:14 PM

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন খান জানান, এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত একটি কপি সোমবার দুপুরে তার হাতে এসেছে।

মোখলেছুর রহমান তরু রংপুর সিটি করপোরেশনের (রসিক) পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

ওই আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নম্বর আইন) এর ধারা ১২ এর উপ-ধারা (১) অনুযায়ী সিটি করপোরেশনের দায়িত্বে থাকা কারো বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালত আমলে নিলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে হয়।

সে অনুযায়ী রসিক কাউন্সিলর মোখলেছুর রহমান তরুকে সাময়িক বরখাস্ত করা হলো।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ২০১৩ সালে ৩১ মে প্রগতি যুব সংঘের জায়গা দখলে নেওয়ার চেষ্টা করে কাউন্সিলর তরু। এতে বাধা দিলে তরু ও তার দলবল সংগঠনের সদস্যদের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদকে(২৩) কুপিয়ে আহত করে এবং তার বাম তুলে নেয়  বলেও জানান তিনি।

ওসি জিলানী আরও জানান, এ ঘটনায় শাকিল আহমেদ একই বছরের ৩ জুন কাউন্সিলর তরুসহ বেশ কয়েকজনের নামে হত্যার চেষ্টা মামলা করেন

“তদন্ত শেষে কাউন্সিলর তরুসহ ১০ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। চলতি বছরের ৩ জুন অভিযোগপত্র আমলে নেয় আদালত।”