নেত্রকোণায় বাবাকে খুনের দায়ে ছেলের মৃত্যুদণ্ড

নেত্রকোণার কেন্দুয়ায় জমির মালিকানা আদায় করতে না পেরে বৃদ্ধ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছে আদালত। 

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 07:38 AM
Updated : 3 August 2015, 07:38 AM

সোমবার দুপুরে নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ নয় বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির সাজাপ্রাপ্ত মো. হেকিম মিয়া (৪০)এ সময় আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদির ভূইয়া জানান।

আসামি হেকিমের বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। ২০০৬ সালের ৮ আক্টোবর তিনি তার বাবা বুধু মিয়াকে (৭৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে এ মামলায় অভিযোগ আনা হয়।

আইনজীবী আব্দুল কাদির বলেন, “নিজের নামে সম্পত্তি লিখে দেয়ার জন্যে বাবাকে চাপ দিয়ে আসছিলেন হেকিম। তাতে রাজি না হওয়ায় তিনি কুড়াল দিয়ে তার বাবার মাথার দুই পাশে ও কানের ওপর আঘাত করে তাকে হত্যা করেন।”

নিহতের ভাতিজা মো. রিটন ওই দিনই কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয়।