ঢাকায় গ্যাসের আগুনে সন্তানসহ দম্পতি দগ্ধ

রাজধানীর জুরাইনে গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 04:04 AM
Updated : 3 August 2015, 05:08 AM

রোববার রাত দেড়টার দিকে তুলাবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দগ্ধ দম্পতি খোরশেদ আলম (৪০), জহুরা বেগম (৩০) এবং তাদের ছয় বছরের ছেলে রিফাত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটির শরীরের ছয় শতাংশ, তার বাবার ২৮ শতাংশ পুড়ে গেছে। জহুরাও দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, গভীর রাতে আগুন লাগার পর প্রতিবেশীরা ওই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।  

“তারা বলেছেন, বাসায় গ্যাসের পাইপ থেকে আগুন ধরে গেলে তিনজন দগ্ধ হন।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত দেড়টার দিকে জুরাইনে গ্যাস লাইন বিস্ফোরণে একটি অগ্নিকাণ্ডের খবর এসেছে। তবে ফায়ার সার্ভিসকে যেতে হয়নি।”