ঢাকায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

ঢাকার কাফরুলে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 07:42 PM
Updated : 3 August 2015, 02:47 AM
নিহত আব্দুস সালাম (২৬) খুন, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগের ৩০টি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

রোববার মধ্যরাতে মিরপুর ১৩ নম্বর সেকশনের কাছে আলী হোসেন রোডের বাইশটেক এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (কাফরুল জোন) জাকির হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালাম একটি ডাকাত দলের সর্দার।

“বাইশটেক এলাকায় তার দলের বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। তখন তারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।”

গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে সালামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও কিছু গুলিও উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে সালামের স্ত্রী রুবিকে।

রাজধানীর ভাষানটেকের বাসিন্দা সালাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে জানান সহকারী কমিশনার জাকির।