বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র জাপানি সংস্করণ স্পিকারের হাতে

জাপানি ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীরর হাতে তুলে দিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে-এর বাংলা বিভাগের প্রধান অনুষ্ঠান পরিচালক কাজুহিরো ওয়াতানাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 03:33 PM
Updated : 2 August 2015, 03:33 PM

রোববার দুপুরে ওয়াতানাবে সংসদ ভবনে স্পিকারের কার্যা‌লয়ে শিরীন শারমিনের সঙ্গে দেখা করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বইয়ের একটি কপি তুলে দেন ওয়াতানাবে।

কাজুহিরো ওয়াতানাবে বাংলা থেকে সরাসরি জাপানি ভাষায় বঙ্গবন্ধুর আত্মজীবনী অনুবাদ করেছেন।

৬০০ পৃষ্ঠার জাপানি সংস্করণটি প্রকাশ করেছে দেশটির শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘আশাহি শোতেন’।

প্রয়াত জাপানি লেখক তাকাশি হায়াকাওয়ার লেখা ‘আমার বাংলাদেশ’ এবং তাদামাসা ফুকিউরার লেখা ‘রক্ত ও কাদা ১৯৭১’ নামে দুটি বই এর আগে বাংলায় অনুবাদ করেছেন কাজুহিরো ওয়াতানাবে।