পরিচ্ছন্নতাকর্মীতে পিটিয়ে হত্যা, ক্ষুব্ধ হরিজনরা

পাবনায় সাইকেল চুরির অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী তুলসি হত্যার ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে হরিজন সম্প্রদায়ের লোকজন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 01:20 PM
Updated : 2 August 2015, 02:36 PM

এ ঘটনায় মামলা হওয়ার পর রোববার দুপুরে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, পাবনা জেনারেল হাসপাতাল থেকে রোববার দুপুরে লাশ নিয়ে ফেরার সময় ওই কারখানার সামনে রাখা দুটি মোটরসাইকেলে আগুন দেয় বিক্ষুব্ধ হরিজনরা।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।

এদিকে, হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জেলার কোথাও ময়লা পরিস্কার করবে না বলে ঘোঘণা দিয়েছে হরিজন সম্প্রদায়ের লোকজন।

পাবনা হরিজন ঐক্য পরিষদের সভাপতি সুবল কুমার দাস জানান, “নিয়ম ফুড লিমিটেডের পরিচ্ছন্নতাকর্মী তুলসী কুমার দাসকে কারখানার মালিক পক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে, হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।”

এ ঘটনায় গ্রেপ্তার সাবেক কমিশনার কেএম হাসান হীরা ওই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ওসি আহসানুল হক।

পুলিশের ভাষ্য, শহরের শালগাড়িয়া মহল্লার হাসপাতাল রোডের ‘নিয়ম ফুড লিমিটেড’ কারখানায় শনিবার সাইকেল চুরির ঘটনায় ওই কারখানার পরিচ্ছন্নতাকর্মী তুলসী কুমার দাসকে দায়ী করে কারখানার মালিকপক্ষের লোকজন বেদম মারপিট করে।

এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে তার মৃত্যু

শনিবার রাতে তার বাবা শাওন কুমার বাদী হয়ে ১১ জনকে আসামি করে একটি মামলা করেন।