আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে যুবলীগ নেতা ‘অপহরণ’

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার ছয় দিনেও উদ্ধার হয়নি ফেনীর স্থানীয় যুবলীগের এক নেতা।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 12:47 PM
Updated : 2 August 2015, 12:47 PM

মোহাম্মদ ইউসুফ (৪০) নামের ওই ব্যক্তি সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নাছিম জানান।

গত ২৮ জুলাই মধ্য রাতে লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রাম থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ইউসুফকে তুলে নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।

এ বিষয়ে থানায় মামলা করলেও তাকে উদ্ধারে পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা না নিচ্ছে না বলেও অভিযোগ তাদের।

অপহৃতের স্ত্রী শাহেনা আক্তার বলেন, ২৮ জুলাই মধ্যরাতে মীরগঞ্জ গ্রামের হাবিব উল্লাহ বাহারের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে এক দল ব্যক্তি অভিযান চালায়। এ সময় তারা ইউসুফকে ঘুম থেকে তুলে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়।

“ঘটনার পরদিন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ি ও ফেনী মডেল থানায় অভিযোগ করা হয়।

এছাড়া গত ৩১ জুলাই রাতে মাসুম নামে একজনের নাম উল্লেখসহ ৭/৮ জনকে আসামি করে ইউসুফের বাবা ফেনী মডেল থানায় একটি মামলাও করেন।”

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার বরে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম পাটোয়ারী জানান, মামলার আসামি মাসুমকে পুলিশ খুঁজছে।তাকে আটক করতে পারলে অপহরণকারীদের প্রত্যেককে আটক ও ইউসুফকে উদ্ধার করা যাবে।