মুক্তিযুদ্ধ সংগঠক বখতেয়ার নুর সিদ্দিকী আর নেই

চট্টগ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ বখতেয়ার নুর সিদ্দিকী মারা গেছেন।

চট্টগ্রামব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 12:11 PM
Updated : 2 August 2015, 12:11 PM

শনিবার মধ্য রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই আওয়ামী লীগ নেতা।

তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার সাবেক রাজনৈতিক সহকর্মী ও মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ।  

রোববার দুপুরে লালদীঘি মাঠে বখতেয়ার নুর সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বিকালে বাঁশখালী উপজেলার কালীপুরে রিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত।

১৯৬১ সালের দিকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন বখতেয়ার সিদ্দিকী। মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন ও ন্যাপের (মোজাফফর) যৌথ গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন তিনি।

১৯৭৩ সালে বাঁশখালী থেকে ন্যাপের (মোজাফফর) হয়ে সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া ন্যাপ দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।  

১৯৭৮ সালের শেষ দিকে মতিয়া চৌধুরী নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেন বখতিয়ার। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

তার মৃত্যুতে আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন, ন্যাপসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।