বর্ষণে চুয়াডাঙ্গায় নিচু এলাকা প্লাবিত

কয়েকদিনের টানা বর্ষণে চুয়াডাঙ্গা শহরে বেশকিছু বাড়ি-ঘরে পানি উঠেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 12:06 PM
Updated : 2 August 2015, 12:06 PM

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, এ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত ৩১ জুলাই।

“ওইদিন ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগে ও পরে বৃষ্টি ঝড়ছে অনবরত।”

শনিবার ও রোববারও চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি পড়ছে বলে জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে, জেলার অনেক নিচু এলাকা ডুবে গেছে।

চুয়াডাঙ্গা শহরের মহিলা কলেজ পাড়া, শান্তিপাড়া, গুলশানপাড়া, সিএন্ডবি পাড়া, কেদারগঞ্জ, ভিমরুল্লা প্রভৃতি এলাকায় পানি জমে গেছে।

অনেক বাড়ির উঠোনে পানি জমে থাকায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শহরের মহিলা কলেজ পাড়ার হাফিজুর রহমান বলেন, তার ঘরের ভেতর পানি ঢুকেছে, নিষ্কাশন হচ্ছে না।