রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের দূতের সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল-দাফিরি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 12:05 PM
Updated : 2 August 2015, 12:37 PM

রোববার বিকেলে কুয়েতের বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশে কর্মকাল সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য কুয়েতের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।”

বিদায়ী দূত এসময় বাংলাদেশে তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্যে আবদুল হামিদকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশ-কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিদায়ী দূতের কার্যকরী ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে সহযোগিতার জন্য রাষ্ট্রপতি এসময় কুয়েতের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আবদুল হামিদ আশা করেন, ভবিষ্যতে এই সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

গত জুন মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান সমাজতত্ব বিভাগের এই অধ্যাপক।

সাক্ষাতের সময় উপাচার‌্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, “নতুন উপাচার‌্য এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আবদুল হামিদের নির্দেশনা কামনা করেন।”

রাষ্ট্রপতি এসময় শিক্ষা পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে উপাচার‌্যকে আহ্বান করেন।

একই সঙ্গে সেশনজটের কারণে যাতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন দীর্ঘায়িত না হয় সেদিকে বিশেষ নজর রাখার আহ্বান জানান।