বুড়িগঙ্গা সেতুতে টোল: দ্বিতীয় দিনের মত অবরোধে অটোচালকরা

টোল বাতিলের দাবিতে রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো অটোরিকশা চালকদের অবরোধে যান চলাচল ব্যাহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 11:41 AM
Updated : 2 August 2015, 11:41 AM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুর ইসলাম অটোরিকশা চালকরা আগের দিনের মত রোববার সকালেও সেতুর উপর অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেতুর এ পারে শ্যামপুর থানার ওসি শেখ মো. আবদুর রাজ্জাক বলেন, “ওইপরে কয়েকশ চালক অবস্থান নেওয়ায় এ পার থেকে কোনো গাড়ি যেতে পারছে না।”

গত মে মাসে পোস্তগোলার বুড়িগঙ্গা (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) সেতুতে অটোরিকশার জন্য ২৫ টাকা হারে টোল নির্ধারণ করায় চালকরা তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

বিক্ষোভে উপস্থিত খোকন নামের এক অটো চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা জনপ্রতি পাঁচ টাকা ভাড়ায় সেতুর এক দিক থেকে আরেক দিকে যাত্রী পারিবহন করেন। এজন্য আগে কোনো টোল দিতে হত না।

“এখন প্রতিবার যাতায়াতে ২৫ টাকা করে টোল দিলে তো আমাদের আর কিছু থাকবে না।”

সেতু টোলমুক্ত না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত অটো চালকরা।

এই সেতু দিয়ে কেরানীগঞ্জ ছাড়াও খুলনা, বরিশাল ও মুন্সীগঞ্জের কিছু যানবাহন চলাচল করে। অবরোধে সেতু পারাপার বন্ধ থাকায় সেসব যানবাহন বাবুবাজার সেতু হয়ে বুড়িগঙ্গা পার হচ্ছে বলে শ্যামপুরের ওসি জানান।