সড়কে গাছ পড়ে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ওপারে পেট্রাপোল বন্দরে সড়কের উপর গাছ পড়ে পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করতে না পারায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দরে পণ্য ওঠানামা ও খালাস।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 11:22 AM
Updated : 2 August 2015, 11:53 AM

বেনাপোল শুল্কভবনের সহকারী কমিশনার মাহাবুব হাসান জানান, ভারতের পেট্রাপোল বন্দরের প্রধান সড়কসহ সংযোগ সড়কের উপর শনিবার রাতে দুটি গাছ ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে রোববার সকাল থেকে দুই বন্দরেই আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

আইনি জটিলতায় গাছ দুটি সড়ক থেকে সরাতে বিলম্ব হচ্ছে জানিয়ে তিনি বলেন, সড়ক থেকে গাছ অপসারনের পর সোমবার থেকে আমদানি-রপ্তানি সচল হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল থেকে মাত্র ১১টি ট্রাক আমদানি পণ্য নিয়ে বেনাপোলে এসেছে।এই ট্রাকগুলো পেট্রাপোল বন্দরের অভ্যন্তরে ছিল।

“বন্দরের বাইরে থেকে পণ্যবাহী কোন ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দরে আসেনি এবং বেনাপোল বন্দর থেকেও রপ্তানি পণ্য নিয়ে কোন ট্রাক ভারতে যায়নি “

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল শুল্কভবন ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে বলে জানান তিনি।