কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক ও দুই কিশোরকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 07:06 AM
Updated : 2 August 2015, 07:06 AM

বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া বিএসসি পোস্টের পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- নাজির পাড়ার মো. জাফর আলমের ছেলে মো. ফরিদ আলম (২০) ও মোহাম্মদ ইসহাকের ছেলে মো. শরীফ আলম (১২), টেকনাফের  শিলবুনিয়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (১৩)।

মেজর রাসেল জানান, ইয়াবার একটি চালান দেশে আসছে খবর পেয়ে বিজিবি সদস্যরা নাজির পাড়ার ওই স্থানে অবস্থান নেয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ফরিদ আলমের দেহ তল্লাশি করে লুঙ্গির সঙ্গে বাঁধা একটি প্যাকেটে ১০ হাজার ইয়াবা  পাওয়া যায় বলে মেজর রাসেল জানান। 

তিনি বলেন, উদ্ধার করা এসব ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

আটক তিনজনের বিরুদ্ধে মামলা করে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।