শাহজালালে দেড় কেজি সোনা আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 05:03 PM
Updated : 1 August 2015, 05:03 PM

আটক ব্যক্তির নাম আবদুল হাকিম (৩৭), যিনি সৌদি আরব থেকে একদিন আগে ফিরেছিলেন।

শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে ১২টি ১০ তোলা ওজনের সোনার বার পাওয়া গেছে, যার ওজন এক কেজি ৪০০ গ্রাম।

আটক সোনার দাম কোটি টাকার উপরে হবে জানিয়ে শুল্ক কর্মকর্তা রিয়াদুল বলেন, কিশোরগঞ্জের বাসিন্দা হাকিম শুক্রবার বিকেলে সৌদি আরব থেকে ফিরেছিলেন।

“আমাদের ধারণা ওই দিন বিমানবন্দরকে সোনা বহনের জন্য নিরাপদ মনে না হওয়ায় তিনি তার ব্যাগ নেননি।”