পাবনায় কারখানায় কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় বাইসাইকেল চুরির অভিযোগে কারখানায় এক পরিচ্ছন্নতাকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 03:55 PM
Updated : 1 August 2015, 07:44 PM

নিহত নিহত তুলসী কুমার দাস (২৮) শহরের হরিজন পল্লীর শাওন কুমার দাসের ছেলে। তিনি নিয়ম ফুড লিমিটেডের পরিচ্ছন্নকর্মী ছিলেন।

শনিবার বিকালে গুরুতর আহত অবস্থায় তুলসীকে পাবনা জেনারেল হাসপাতালে আনার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

নিহতের বাবা শাওন কুমার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শনিবার সকালে ওই কারখানায় একটি বাইসাইকেল চুরির ঘটনায় তুলসীকে দায়ী করে মালিক পক্ষের লোকজন তাকে মারধর করে কারখানায় আটক করে রাখে।

“বিকালে তুলসীকে কারখানার লোকজনই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।”

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের স্বজনরা হত্যার অভিযোগে মামলা করার পর পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে নিয়মের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরে তার ভাই পাবনা জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থ সম্পাদক আব্দুল হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “বাইরের লোকজন ওই কারাখানা শ্রমিককে মারধর করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষ দায়ী নয়।”

তাদের আরেক ভাই কে এম হাসান হীরা সদর পৌরসভার সাবেক কমিশনার। আর তার ছেলে রফিকুল ইসলাম রুমন জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক।