উত্তরায় ধর্ষণ: ডাক্তারি পরীক্ষায় মিলেছে আলামত

রাজধানীর উত্তরায় ওই বিক্রয়কর্মী ধর্ষণের শিকার হয়েছেন বলে ডাক্তারি পরীক্ষায় প্রমাণ মিলেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 12:36 PM
Updated : 1 August 2015, 01:16 PM

উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের নিজের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আরিফ নামে তার এক সহকর্মীসহ তিনজন ওই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গিয়েছিল।  

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) চিকিৎসক বিলকিস বেগম বলেন, প্রাথমিকভাবে ওই তরুণীকে ধর্ষণের আলামত মিলেছে।

তবে গণধর্ষণের বিষয়টি জানতে হলে ফরেসিক পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

বিলকিস বেগম জানিয়েছেন, ওই তরুণী শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

বৃহস্পতিবার ঘটনার পর পরই সতের বছর বয়সি ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

মামলা হওয়ার পর শুক্রবার দুপুরে র‌্যাব-১ এর একটি দল দক্ষিণখান এলাকা থেকে মূল অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১ এর উপ-অধিনায়ক কাজী মো. শোয়াইব জানান, আরিফকে শনিবার বিকালে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার এসআই পরিমল সাহা বলেন, এই নিয়ে মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিন জনই ধর্ষণের ঘটনায় সরাসরি জড়িত বলে পুলিশের ধারণা।