শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 10:12 AM
Updated : 1 August 2015, 12:00 PM

শনিবার সকাল থেকে শুধু ফেরি দিয়ে চলছে পারাপার।

এর আগে ঘূর্ণিঝড় ‘কোমেনের’ কারণে বৃহস্পতিবার সকালে এই রুটে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার জাতীয় নৌ-যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হলেও শনিবার থেকে আবার তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইউনুস জানান, প্রচণ্ড বাতাস এবং পদ্মা উত্তাল থাকায় লঞ্চ, স্পিডবোট এবং  ট্রলারসহ ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ভাল হলে আবার এ নৌযান চলাচল শুরু করা হবে।

ফেরি চলাচল করছে জানিয়ে তিনি বলেন, পদ্মা উত্তাল থাকায় পারাপারে সময় বেশি লাগছে। শুধু শিমুলিয়া প্রান্তেই এখনও প্রায় দুইশ গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।