পাখি ঢুকে বিমানের ইঞ্জিন বিকল

দুবাই থেকে আসা একটি উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পাখি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে গেছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 08:42 AM
Updated : 1 August 2015, 01:47 PM

এতে বিমানবন্দরে আটকা পড়েন ৫৮ যাত্রী। পরে তাদের ভিন্ন বিমানে ঢাকায় পাঠানো হয়।

বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০৫২ শনিবার সকাল সোয়া ৭টায় দুবাই থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

আধা ঘণ্টা পর ৫৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের আগে রানওয়ের টার্মিনালে দাঁড়িয়ে থাকা বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যায় বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তিনি বলেন, “যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটি টার্মিনালে দাঁড়ানো অবস্থায় একটি পাখি ডান দিকের ইঞ্জিনের ভেতর ঢুকে পড়ে। এতে চারটি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।”

ওই ফ্লাইটে ঢাকার ৫৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দুবাই থেকে আসা ৩৯ জন ও অভ্যন্তরীণ রুটের ১৯ জন; যারা আটকা পড়েন।

পরে বিকালে তাদের ভিন্ন একটি ফ্লাইটে ঢাকায় পাঠানো হয় বলে বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ জানান।

তিনি বলেন, বিমানটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলীরা এসেছেন। মেরামতের পর এটি ঢাকার পথে উড়বে।