দেড় মাস পর খুলেছে চবি

দেড় মাস ছুটির পর শনিবার খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 08:12 AM
Updated : 1 August 2015, 08:12 AM

বর্ষাকালীন ছুটিসহ রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে ১৬ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত ৪৬ দিনের জন্য বন্ধ শেষে শনিবার থেকে শুরু হয় শিক্ষা কার্যক্রম।

তবে গত ২৮ জুলাই থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয় বলে ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বর্ষাকালীন ছুটি হওয়ার কথা থাকলেও সেশনজট কমানোর জন্য এ বছর রমজানের বন্ধের সঙ্গে বর্ষাকালীন ছুটিকে একত্র করে ছুটি ঘোষণা করা হয়।

ঈদ শেষে ক্যাম্পাসে ফিরেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম মনিরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধিকাংশ শিক্ষার্থী আবারও হলে ফিরে এসেছে।”

দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে আড্ডা দিয়ে প্রথম দিনটি কাটিয়েছেন অধিকাংশ শিক্ষার্থী।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল্পনা দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দিন পর বন্ধুদের পেয়ে আড্ডা দিতে ভালো লাগছে।”