মহাসড়কে অটোরিকশা বন্ধের প্রতিবাদে অবরোধ

মহাসড়কে অটোরিকশা, টেম্পুসহ অযান্ত্রিক চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জের গাজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা মালিক-শ্রমিকরা।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 07:20 AM
Updated : 1 August 2015, 08:16 AM

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বাউসিয়া এলাকায় অটোরিকশা মালিক-শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে বলে জানান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবা বিলকিস।

এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিলে বেলা ১২টা থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয় বলে তিনি জানান।

ইউএনও মাহাবুবা বিলকিস বলেন, শনিবার থেকে মহাসড়কে অটোরিকশার মত ছোট যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।এর প্রতিবাদেই তারা মহাসড়ক অবরোধ করে।পরে প্রশাসনের পদক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনা এড়াতে ১ অগাস্ট থেকে মহাসড়কে অটোরিকশা, টেম্পুসহ অযান্ত্রিক সব যান নিষিদ্ধ করে সম্প্রতি এক প্রজ্ঞাপন জারি করে সরকার। এর প্রেক্ষিতে শনিবার থেকে মহাসড়কে এসব যান চলাচল বন্ধ রয়েছে।